Image description

খেলা ডেস্ক 
আরটিএনএন: প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার অনাকাক্সিক্ষত এক নাম বিভ্রাটে শুরু হওয়া তোলপাড় থামাতে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি)।

প্যারিসের সিন নদীতে মার্চপাস্টের সময় একের পর এক নৌযানে করে আবির্ভ‚ত হচ্ছিল বিভিন্ন দলের বহর। দক্ষিণ কোরিয়া দলের নৌযান দৃশ্যমান হতেই ঘোষক তাদের প্রথমে ফরাসি ও পরে ইংরেজি ভাষায় পরিচয় করিয়ে দেন ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’ নামে। শুনে চমকে যান অনেকেই। এটি যে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম! দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক নাম ‘দ্য রিপাবলিক অব কোরিয়া’।

দুই কোরিয়ার চরম বৈরী সম্পর্কের কথা সবারই জানা। অলিম্পিকের মতো আসরে এমন ভুল অভাবনীয়ও বটে। ঘটনার পরপরই আয়োজকদের কাছে ব্যাপারটি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ।

প্যারিসে দলের সঙ্গে থাকা দক্ষিণ কোরিয়ার ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী জ্যাং মি-রান আইওসি প্রধান টমাস বাখকে অনুরোধ করেন এ নিয়ে বৈঠকে বসার জন্য।

পরিস্থিতি শান্ত করতে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে কোরিয়ান ভাষায় একটি পোস্ট দেয় আইওসি, ‘উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুল হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’