Image description

খেলা ডেস্ক  
আরটিএনএন: নারী এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে সেমিতে যেতে জিততেই হবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দলকে। শুধু জিতলেই হবে না; সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে শ্রীলংকা-থাইল্যান্ডের অপর ম্যাচে। নেট রান রেটে এগিয়ে থাকা থাইল্যান্ডের হার কামনা করতে হবে বাংলাদেশকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপে বাংলাদেশের সেমি নিশ্চিতের এই ম্যাচটি শুরু হবে আজ বেলা আড়াইটায়। ডুম্বালায় হতে যাওয়া এই ম্যাচের দিকেই এখন তাকিয়ে সমর্থকরা। যেখানে জিততেই হবে বাংলাদেশকে। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলংকার বিপক্ষে থাইল্যান্ডের হার কামনা করতে হবে বাংলাদেশকে।

গ্রুপ ‘বি’ তে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১১ রান তুলতে পেরেছিল জ্যোতির দল। পরে যা ১৭ বল হাতে রেখে টপকে যায় শ্রীলংকা। এরপর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৯৬ রানে থামিয়ে ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। তাতে টিকে থাকে সেমির সম্ভাবনা। 

তবে শঙ্কা কাটেনি নেট রান রেটে বাংলাদেশের চেয়ে থাইল্যান্ড এগিয়ে থাকায়। এই গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলংকা। ২ ম্যাচে ১ জয়ে পরের অবস্থানে থাইল্যান্ড। তাদের নেট রান রেট ০.০৯৮।  অন্যদিকে ৩ নম্বরে থাকা বাংলাদেশের ২ পয়েন্ট থাকলেও জ্যোতির দল পিছিয়ে নেট রান রেটে। বাংলাদেশের নেট রান রেট -০.০২৪। 

এদিকে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত ও পাকিস্তান। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন অন্যদিকে পাকিস্তান গ্রুপ রানার্সআপ। বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে উঠলে তাদের মুখোমুখি হতে হবে আসরের অন্যতম শক্তিশালী দেশ ভারতের।