Image description

রংপুর প্রতিনিধি 
আরটিএনএন: কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) অন্যতম সমন্বয়ক আবু সাঈদের (২৪) দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকাল সোয়া ১০টায় পীরগঞ্জের বাবনপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 এর আগে জাফর পাড়া কামিল মাদরাসা মাঠে দুই দফা জানাজায় বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থী, সহপাঠী আন্দোলনকারীরা ছাড়াও হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেয়।

নামাজের জামাতে ইমামতি করেন ভাতিজা আবু সিয়াম মিয়া।

এদিন সকালে তার লাশ কড়া পুলিশ পাহারায় সাঈদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। লাশ দেখার জন্য ছুটে আসেন হাজার হাজার মানুষ।

সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের অন্যতম নেতৃত্বদানকারী।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সাঈদ রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি হন। পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।