নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন: গোয়েন্দা হেফাজতে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও সেখান থেকে ছাড়া পেয়ে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তাদের একজন হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার দুপুরে ডিবি হেফাজত থেকে এই সমন্বয়কদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। সেখান থেকে ফিরে বিকেলে ফেসবুকে ওই পোস্ট দেন তিনি।
স্ট্যাটাসে আব্দুল্লাহ লিখেছেন,‘এই আন্দোলনে গ্রেফতার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই। এই গণগ্রেফতার গণ ঘৃণার নামান্তর।’
‘আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে, যখন এই আন্দোলনে গ্রেফতার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন। এই গণগ্রেফতার কেবল নিরপরাধ মানুষের অধিকার হরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের ওপর চাপিয়ে দেয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন।’
তিনি লিখেছেন,‘এটি মুক্তচিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত। আমাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেফতার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেফতার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
গত শনিবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হেফাজতে ছিলেন।
বৃহস্পতিবার তাদের মুক্তির পর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, শিক্ষার্থীরা সরকারের কাছে নিজেদের নিরাপত্তা চেয়েছিল। আজকে তারা নিরাপত্তার প্রয়োজন নেই জানালে চলে যাওয়ায় বাধা দেয়া হয়নি।
সূত্র : বিবিসি
Comments