Image description

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: ইসরাইল-ফিলিস্তিন চলমান যুদ্ধে এবার বড় ধরনের সফলতা পেয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। তারা গত ২৪ ঘণ্টা ছয়টি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। একইসাথে হত্যা করেছে বেশ কয়েকজন সামরিক বাহিনীর সদস্য।

রোববার (৫ নভেম্বর) হামাসের আল-কাসসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে ধারাবাহিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা আরো জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আল-কাসসাম ব্রিগেড সদস্যরা রোববার সকাল থেকেই ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে হামলা শুরু করে। এ সময় তারা নিজেদের তৈরি ইয়াসিন ১০৫ দিয়েই ইসরাইলি বাহিনীর মোকাবেলা করে। পরে তারা গাজা শহরের উত্তর-পশ্চিমে একটি ইসরাইলি ট্যাঙ্ক, তাল আল-হাওয়াতে (গাজা শহরের দক্ষিণে) দু’টি ট্যাঙ্ক এবং বাইত আল-হানুনে (উত্তর গাজা উপত্যকায়) তিনটি ট্যাঙ্কসহ মোট ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করে।

এ সময় তারা বেশ কয়েকজন সৈন্যকেও হত্যা করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

শনিবার (৪ নভেম্বর) আল-কাসসাম ব্রিগেডের এক মুখপাত্র রেকর্ডেড বক্তৃতায় বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন গত ৪৮ ঘণ্টায় ২৪টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে।

অন্যদিকে, স্থল অভিযান শুরুর পর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় তাদের ৩০ সেনা নিহত হওয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র : আনাদুলো এজেন্সি